• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

মায়ের কোলে ফেরা হলো না শিশু ইয়ানুরের

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
মায়ের কোলে ফেরা হলো না শিশু ইয়ানুরের
মায়ের কোলে ফেরা হলো না শিশু ইয়ানুরের

মেহেরপুরের গাংনীতে সড়ক পার হয়ে মায়ের কাছে আসতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ইয়ানুর(৫) নামের এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ইয়ানুর একই এলাকার ভ‍্যান চালক আব্দুল্লাহর ছেলে।

এসব তথ‍্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস‍্য আসাদুল ইসলাম।

নিহতদের মায়ের বরাতে তিনি জানান, গতকাল সন্ধ্যার দিকে বাড়ির পাশে থাকা মুদি দোকানে ইয়ানুরের মা মশার কয়েল কিনতে গেলে সে মায়ের পিছু পিছু যায়। এসময় তার মা সড়ক পার হয়ে গেলে শিশু ইয়ানুরও সড়ক পার হতে গেলে সড়কে চলা একটি মটরসাইকেল এসে শিশুটিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে শিশুটি সড়কের উপর ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ব‍্যাটারিচালিত ইজিবাইক শিশুটিকে চাপা দেয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন‍্য প্রথমে বামন্দী আলশেফা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন‍্য রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে আজ বেলা সাড়ে এগারোটার দিকে শিশু ইয়ানুরের মরদেহ নিজ গ্রামের বাড়িতে এসে পৌছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category