• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

মাদক কারবারে বাধা দেওয়ায় মেহেরপুরে দুইজনের উপর হামলার অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
মাদক কারবারে বাধা দেওয়ায় মেহেরপুরে দুইজনের উপর হামলার অভিযোগ
মাদক কারবারে বাধা দেওয়ায় মেহেরপুরে দুইজনের উপর হামলার অভিযোগ

মেহেরপুর শহরের দিঘীরপাড়া এলাকায় মাদক কারবার ও সেবনে বাঁধা দেওয়ায় জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সোহাগ (২৭) ও জিয়া মঞ্চের সদস্য বিল্লাল হোসেন (২৫) নামের দুইজনের উপর হামলার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা আতিয়ারের বিরুদ্ধে। আতিয়ার একই এলাকার আকবার আলীর ছেলে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় আতিয়ারের নেতৃত্বে আসমতের ছেলে রাকিব, মোল্লা বাবুর ছেলে কাউসার, ছালামের ছেলে বিপ্লব, আজগরের ছেলে সেলিম, ও সবুজ এবং রমজান এই হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী সোহাগের।

সোহাগ অভিযোগ করে বলেন, আমার খালাতো ভাই বিল্লালের বাড়ির নির্মাণ কাজ চলমান আছে। সন্ধ্যায় বাড়ির নির্মাণ সামগ্রী ঠিকঠাক আছে কি দেখতে গেলে ঘরে আগুন জ্বলতে দেখি। এবং যে নির্মাণ সামগ্রী রাখা ছিলো সেগুলো চুরি হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানতে পারি আসমতের ছেলে রাকিব নির্মাণ সামগ্রী চুরি করে আগুন ধরিয়ে গেছে। বিষয়টি রাকিবের পরিবারকে অবগত করি।

রাকিবের বাড়ি থেকে ফেরার সময় আতিয়ারের নেতৃত্ব দেশীয় অস্ত্র ও লাটি দিয়ে অভিযুক্তরা হামলা করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথা, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে।

এসময় বিল্লালকেও মারধর করে। পরে দলীয় লোকজনদের খবর দিলে তারা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরও অভিযোগ করে বলেন, মূলত তারা মাদকের ব‍্যবসা করে। এলাকায় মাদক ব‍্যবসা ও সেবনে বাঁধা দেওয়ায় এই পরিকল্পিত হামলা চালিয়েছে তারা।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রশাসনের কাছে বিচারের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category