বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে অবরোধ বিরোধী বিক্ষোভ করা হয়।
আজ বুধবার দুপুর পৌনে বারটার দিকে গাংনী বাস স্ট্যান্ডে সমাবেশের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। আরও বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, যুবলগীগ নেতা ইসমাইল হোসেন ও রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইয়াছিন রেজা, ষোলটাকা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশা, মাসুম ও জিয়াউল হকসহ নেতৃবৃন্দ।