মেহেরপুরের গাংনীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, বামন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী বাজার কমিটি সভাপতি শাওন আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।