• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল হরিণাকুণ্ডুতে মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মেহেরপুর সমাজসেবার সেই সহকারি পরিচালক ফজলে রাব্বি বদলি দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশী আটক মেহেরপুরে আইবিডাব্লিউএফ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ১২৩ ফুট উঁচু থেকে নামিয়ে ভাঙ্গা হলো শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুর বাঘায় ইয়ূথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ম্যানইউতে ১০ কোটি ডলারে ব্রাজিলিয়ান তরুণ অ্যান্তোনি

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

অবশেষে আয়াক্স ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনিকে বিক্রি করতে রাজি হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড এবং আয়াক্স চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। এখন শুধু অ্যান্তোনির মেডিকেল সম্পন্ন করে চুক্তিতে সই করার অপেক্ষা।
আয়াক্সের ২২ বছর বয়সী এই বাঁ-পায়ের ফুটবলারকে কিনতে ম্যানচেস্টার ইউনাইটেডের খরচ হচ্ছে ১০০ মিলিয়ন ইউরো। এর মধ্যে ৯৫ মিলিয়ন ইউরো সরাসরি চুক্তির অংশ। বাকি পাঁচ মিলিয়ন ইউরো এড অন্স ও পারফরম্যান্স বোনাস। পাঁচ বছরের চুক্তিতে সই করছেন তিনি।
অ্যান্তোনিকে দিয়ে চলতি মৌসুমে চার চুক্তি সম্পন্ন করছেন এরিক টেন হ্যাগ। দলবদলের দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে চুক্তি সম্পন্ন হলেও ব্রাজিলিয়ান তরুণ ছিলেন ম্যানইউ কোচের প্রথম পছন্দ।

নানান কারণেই সাবেক আয়াক্স কোচ টেন হ্যাগ শিষ্য অ্যান্তোনিকে পছন্দ করেন। তার হাই-প্রেসিং ফুটবল, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য, গতি-ড্রিবলিং মিলিয়ে তাকে ম্যানইউ-এর আদর্শ সাইনিং মনে করা হচ্ছে। গত মৌসুমে মাত্র ৮ গোল করেছেন ও চার গোলে সহায়তা দিলেও কোচ মনে করেন, দ্রুতই সেরা ছন্দে ফিরবেন তিনি।
১০০ মিলিয়নের তকমা পিঠে সেঁটে যাওয়ায় অ্যান্তোনির এখন নিজেকে প্রমাণের চাপ নিয়ে খেলতে হবে। তিনি ক্লাবটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলার।  সর্বোচ্চ দামী পগবা নিজেকে প্রমাণ করতে পারেননি। দামের দিক থেকে অ্যান্তোনিও পরে থাকা হ্যারি মাগুইরে ব্যর্থ। এখন অ্যান্তোনি কী করতে পারেন সেটাই দেখার পালা।
সংবাদ মাধ্যম গোল দাবি করেছে, রেড ডেভিলসরা আজই মেডিকেল সম্পন্ন করে তার সঙ্গে চুক্তির ঘোষণা দেবে। আগামী ৪ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে বিগ ম্যাচে অভিষেকও হয়ে যেতে পারে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category