বিভিন্ন শিক্ষার্থীদের উপর হামলা বন্ধ করাসহ অপরাধীদের আইনের আওতায় আনতে সকল দলের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মেহেরপুর জেলার প্রতিনিধিত্বকারী আমির হামজা।
তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, খুলনার কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে এবং সম্প্রতি সিলেট এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীর ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে এর তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানাই।
প্রশাসনকে আহবান জানাই সঠিক তদন্তের ভিত্তিতে অন্যায় কারীর শাস্তি নিশ্চিত করতে হবে সে যেই দলেরই হোক না কেন। এসকল ঘটনার প্রেক্ষিতে সব দলের নেতাদেরকে বলতে চাই ২৪ শে জুলাই-আগস্ট এর গনঅভ্যুত্থান পরবর্তী সময়ে শোনা বা দেখা যাচ্ছে সাধারণ ছাত্রদের উপর কে বা কারা যেনো সন্ত্রাসী কায়দায় হামলা করেছে।
এই সন্ত্রাসী হামলার সঙ্গে যদি নিজ দলের কর্মীরা জড়িত থাকে তাহলে অন্যদের উপর দায় না চাপিয়ে বা এদের সাফাই না গেয়ে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অন্যায়ের সঠিক বিচার নিশ্চিত করণের মাধ্যমে দেশের সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। অন্যায়কারীর সাফাই গাওয়া রাজনীতি আর এ বাংলাদেশে চলবে না।
অন্যথায় ফ্যাসিবাদপক্ষ সুযোগ নিয়ে দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে আমরা ধারণা করছি। তাই সকল রাজনৈতিক দলকে আহবান জানাবো একে অপরের প্রতি দায়িত্বশীল আচরণ করার এবং ফ্যাসিবাদ আন্দোলনে যেভাবে সকল দল-মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি সেভাবেই একত্রিত হয়ে দেশ গঠন করি। প্রেস বিজ্ঞপ্তি