আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় সম্মেলনের লক্ষে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা করেছে গাংনী উপজেলা বিএনপি। শনিবার (১৫ অক্টোবর) বিকালে সাহারবাটি ইউপির ভাটপাড়া ফুটবল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্মসম্পাদক আব্দুল আওয়াল, সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদলের সম্পাদক কাউসার আলী।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, গাংনী পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দীন, পৌর জাসাস এর সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আলভি, উপজেলা ছাত্রদলের আহবায় বিপ্লব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত সভায় খুলনা বিভাগীয় সম্মেলন সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।