পুরাতন নয়, সর্ম্পূণ নতুন বাজাজ পালসার মোটর সাইকেলের শো-রুমে রং পরিবর্তন করে ক্রেতার কাছে বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চুয়াডাঙ্গার একটি দল গাংনী উপজেলার বামন্দী বাজারের আমিরুল বাজাজ পয়েন্টে অভিযান পরিচালনা করেন।
এসময় মোটর সাইকেলের গে্ইটপাশ কোম্পানী কর্তৃক অন্যান্য কাগজপত্র বাজাজ পয়েন্টে না থাকায় এবং বিকেলের মধ্যে সমুদয় কাগজ দেওয়ার শর্তে অভিযান বন্ধ করা হয়।
ক্রেতার দাবি সে কালোর উপর লাল শেড দেওয়া বাজাজ পালসার মোটর সাইকেল কিনেছি কিন্তুু এখন পরিস্কার করতেগিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কালোর নিচে নিল রং।
অপরদিকে বামন্দী বাজারের কিরন ট্রেডার্সে পণ্যের মেয়াদ না থাকায় ১৫ হাজার টাকা ও সুজন মিষ্টান্ন ভান্ডারে তৈরী মিষ্টিতে মেয়াদ উর্ত্তীণ তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চুয়াডাঙ্গা- মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।