মেহেরপুরের প্রবীণ রাজনীতিবিদ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী গোলাম রসুলের মা জবেদা খাতুন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (৯ অক্টোবর) রাতে বার্ধক্যজনিত কারণে মেহেরপুর শহরের বাসষ্ট্যান্ড পাড়ায় তাঁর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সাবেক এমপি জয়নাল আবেদীন, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রকাশক আক্তার হোসেন রিন্টু, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজা ও দাফনে শরীক হন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৭ মেয়ে এবং নাতি নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।