প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তিরত ডেঙ্গু রোগী ও শিশু ওয়ার্ডে শিশুদের মাঝে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ দুপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাতে পুষ্টিকর খাবার ও শিশু ওয়ার্ডে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবান ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সোয়েব রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাব্বারুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব রাশেদুল ইসলাম আনন্দ, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াদ আযীমসহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
এ সময় ৯০ জন শিশুর হাতে নতুন পোশাক ও ৬০ জন রোগীর মাঝে পুষ্টিকর খাবার তুলে দেয়া হয়। এছাড়াও জন্মদিন উপলক্ষে আগামীকাল শুক্রবার, কেক কাটা ও বর্ণাঢ্য শোভযাত্রার আয়োজন করেছে স্বেচ্ছাসেবক লীগ।