• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলার অন্যতম আসামী আলাউদ্দিন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলার অন্যতম আসামী আলাউদ্দিন গ্রেফতার
প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলার অন্যতম আসামী আলাউদ্দিন গ্রেফতার

প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলাকারী মোঃ আলাউদ্দিন (৪৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল। রবিবার রাতে চুয়াডাঙ্গা দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আলাউদ্দিন সাতক্ষীরা কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌছালে কতিপয় সন্ত্রাসী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক ০৩টি মামলা রুজু হয়।

মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় গত ১৮ এপ্রিল ২০২৩ তারিখ সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামীদের দোষী সাবস্থ্য করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেফতারকৃত আলাউদ্দিন উক্ত হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারী গাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

এঘটনায় আদালত আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। আসামী আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সর্বমোট ১৬ বছরের সাজা প্রদান করে। তারপর থেকেই আলাউদ্দিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল।

রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, প্রধানমন্ত্রীর প্রাণনাশের আলাউদ্দিন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় আত্মগোপনে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল একই রাত অনুমান ০২.০০ ঘটিকায় দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলাউদ্দিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category