• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে গিয়ে সড়ক দুর্ঘটনা, ৩ শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায়, ৩ শিক্ষার্থী নিহত
প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে গিয়ে সড়ক দুর্ঘটনা, ৩ শিক্ষার্থী নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত ১১টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৮ মাইল নামক স্থানে সড়কে থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী। নিহতরা হলেন,কলেজ সংসদের ভিপি সাইদুর রহমান মুরাদ (২৫), ওই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও শমরেষ কুমার (২২)।

আহত ছাত্রলীগ কর্মী ও কলেজ ছাত্র সংসদের জিএস সাজিবুল ইসলাম সাজিব বলেন, ‌‘কলেজের একটি পক্ষ আমাকে মারার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। শুক্রবার সন্ধ্যায় ভিপি মুরাদসহ আমরা ছয় জন তিনটি মোটরসাইকেলে কলেজে ফিরছিলাম। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আমাদের ধাওয়া করে। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে তারা। এতে আমি পাশে থাকা একটি গর্তে পড়ে যাই। হামলাকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে ভিপি মুরাদ তার সঙ্গে থাকা দুই জনকে নিয়ে দ্রুত কলেজের দিকে যায়। এমন সময় হামলাকারীরা ৮-১০টি মোটরসাইকেলে তাদের ধাওয়া করে। এরপর পুলিশে খবর দিলে তারা আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।’

প্রত্যক্ষদর্শী লিটন হোসেন জানান, ঝিনাইদহ শহর থেকে একটি মোটরসাইকেলে তিন জন কলেজের দিকে আসছিলেন। আঠারো মাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন জনই ঘটনাস্থলে মারা যান।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী-পরিচালক শামিমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি খবর পেয়েছিলাম। এ সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিন জন মোটরসাইকেলে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category