• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের লক্ষ টাকা মূল্যের বিলবোর্ড চুরি

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের লক্ষ টাকা মূল্যের বিলবোর্ড চুরি
দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের লক্ষ টাকা মূল্যের বিলবোর্ড চুরি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে থাকা লক্ষ টাকা মূল্যের পরিত্যক্ত বিলবোর্ড চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায়। বিলবোর্ড টি শ্যালোইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা বলেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রোগীদের সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটি বড় বিলবোর্ড ছিল যার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ লক্ষ টাকা ।

গত বছর ঝড়ে বিলবোর্ডটি ভেঙ্গে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটি গ্যারেজের কাছে ফেলে রাখে কর্তৃপক্ষ। হঠাৎ বৃহস্পতিবার রাতে বিলবোর্ড টি চুরি হয়ে যায়। আমরা জানতে পারি কর্তৃপক্ষের উদাসীনতায় এই চুরি সংঘটিত হয়েছে। তাই তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী মিঠু আলী বলেন, আমি দেখতে পাই ৫ থেকে ৬ জন ব্যক্তি লোহা কাটা ম্যাশিন দিয়ে কেটে শ্যালোইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়িতে করে বিলবোর্ডটি নিয়ে যাচ্ছে।

বিষয়টি সাথে সাথে আমার কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন স্যারকে জানায়। যারা বিলবোর্ড টি নিয়ে যাচ্ছিল তারা আমাকে হুমকি ধামকি প্রদান করলে আমি ঘটনাস্থল থেকে চলে আসি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুল ইসলাম তুহিন বলেন, বিষয়টি আমাকে অবগত না করে একটি গ্রুপ পরিত্যক্ত বিলবোর্ড টি কেটে নিয়ে গেছে। বিষয়টি আমি অবগত হলে আমি উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে জানায়।

তবে বিলবোর্ডটি গ্যারেজের উপরে র‍্যালিং তৈরি করার জন্য ব্যবহৃত হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সরকারি কোনো মালামাল কোন ধরনের নিলাম বা টেন্ডার ছাড়া নিজ উদ্যোগ আপনি কোন কাজে লাগাতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে না জানিয়ে যারা নিয়ে গেছে তারা বিষয়টি অন্যায় করেছে। তবে যখন গ্যারেজের কাজে লাগছে এই কারণে বিষয়টি আমি কাউকে অবহিত করিনি।

এদিকে স্থানীয় সাধারণ মানুষের দাবি দূরে যাওয়া মালামাল উদ্ধারপূর্বক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category