কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি হাজী মোঃ আলতাব হোসেন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দল কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আইয়ুব আলী।
দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম খান কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন।
বিশেষ অতিথি দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুজ্জামান হাবলু, জাতীয়তাবাদী তাঁতি দলের জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোঃ রবিউল ইসলাম খান। জাতীয়তাবাদী তাঁতীদলের পৌর সদস্য সচিব মনিরুল ইসলাম।
ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন মোহাম্মদ তরিকুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল দৌলতপুর উপজেলার শাখার জাতীয়তা তাঁতীদলে উপস্থিত ছিলেন আমিরুল আমজাদ খান, জিনারুল ইসলাম ,রিপন মাস্টার, মিঠু খান ,কামাল, সেলিম, রেজাউল ,সোহেল, বাবুসহ অনুষ্ঠানে অংশগ্রহন করেন দৌলতপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।