কুষ্টিয়ার দৌলতপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসাবে বীর মুক্তিযোদ্ধারে সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী, হায়দার আলী, আব্দুস সোবহান, সাবেক কমান্ডার আনারুল ইসলাম প্রমুখ। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।