কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। তরিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা বাজারে দলের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করেন।
পরে দৌলতপুর উপজেলা বাজারে অবস্থিত কার্যালয়ে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে শামিম উল্লা খানের সভাপতিত্বে এবং হাসাইন শামীম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলার যুগ্ম আহবায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সহকারি অধ্যাপক মোঃ রবিউল ইসলাম (রবি) খান।
এছাড়াও উপস্থিত ছিলেন আমজাদ খান, সাহারুল ইসলাম, জিনারুল ইসলাম, মাসুদ, রেজাউল ইসলাম, জহুরুল ইসলাম, ইমাদুল হক, রায়হান প্রমুখ