চুয়াডাঙ্গার জিবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে এ উপজেলার মেদিনিপুর গ্রাম থেকে আব্দুল হাকিম (৩৩) নামের একজনকে আটক করেছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ২৪ বোতল ফেনসিডিল। বৃহষ্পতিবার দিবাগত মধ্যরাতে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। পুলিশের দাবী, ওই ব্যক্তি একজন চিহ্নিত মাদক পাচারকারী। তার পিতার নাম মনোরুদ্দীন।
জিবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, ধৃত আব্দুল হাকিম একজন চিহ্নিত মাদক পাচারকারী। তার বাড়িতে ফেনসিডিল রাখা আছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টীম অভিযান চালায়। এসময় তার কাছে ফেনসিডিল পাওয়া গেলে আটক করা হয়। হাকিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।