
“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর কোর্ট মোড় থেকে এই শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা সভাপতি শাখাওয়াত হোসেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আব্দুস সালাম, অফিস সম্পাদক সাইদুর ইসলাম, শহর সভাপতি আবু রায়হানসহ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় নেতা কর্মীদের।