চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় বহুমুখী মানবকল্যান সংস্থার আয়োজনে ড্রাইভিং ও কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এরশাদপুর হাইস্কুল প্রাঙ্গনে ড্রাইভিং কাম অটো মেকানিকস এবং কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্হার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফ, প্রধান সমন্বয়ক আতোয়ার হোসেন, আলমডাঙ্গা পৌরসভার কাউন্সিলর গাফফার হোসেন, সাংবাদিক রহমান মুকুল প্রমুখ।
দুই মাসব্যাপী প্রশিক্ষণে ড্রাইভিং কাম অটো মেকানিকস কোর্সে ৪ টি ব্যাচে ১২০ জন এবং কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সে ৩টি ব্যাচে ৯০ জন প্রশিক্ষণ নিবেন।
অপরদিকে মঙ্গলবার বেলা ১২ টায় দামুড়হুদার জয়রামপুর হাইস্কুলে ড্রাইভিং ও কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ও বিপুল আশরাফ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বহুমুখী মানবকল্যান সংস্থার চুয়াডাঙ্গা অফিসের কো অডিনেটর মনিরুজ্জামান সোহাগ।
দামুড়হুদায় ২টি ড্রাইভিংয়ে ৬০ এবং কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সে ২টি ব্যাচে ৬০ জন প্রশিক্ষণ নিচ্ছেন।
এদিকে কুষ্টিয়া চৌড়হাস মোড়ে বহুমুখী মানবকল্যান সংস্থার অফিসে ২ টি ড্রাইভিং ও ৩ টি ব্যাচের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্হার কুষ্টিয়া অফিসের সমন্বয়ক ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্যদেন পৌর কাউন্সিলর তানভির নোবেল।
এছাড়াও সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড় সংলগ্ন বহুমুখী মানবকল্যান সংস্থার অফিসে ড্রাইভিং কাম অটো মেকানিকস কোর্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পারভীন লায়লা মালিক, ফারুক হাসান মালিক, রফিক রহমান প্রমুখ। প্রশিক্ষণে ৩টি ব্যাচে ৯০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।