চুয়াডাঙ্গা শহরের কবরি রোডে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ভাই ভাই ফুচকা হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা শহরের কবরি রোডে ভাই ভাই ফুচকা হাউজ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পচা-বাসি খাবার বিক্রি করে ক্রেতাকে ঠকিয়ে আসছিলো। এ অভিযোগের ভিত্তিতে ফুচকা হাউজ অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ফ্রিজে রাখা বাসি-পচা খাবার ও পোড়াতেল নষ্ট করা হয়। পরে তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য পণ্য তৈরি নির্দেশনা দেয়া হয়।