চুয়াডাঙ্গায় নৌকা মঞ্চের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের ত্যাগী অবহেলিত নির্যাতিত, নিপীড়িত অভিমানী নেতাকর্মী সংগঠক বৃন্দের আয়োজনে নৌকা মঞ্চের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে কমিটির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবুল। এসময় নৌকা মঞ্চ কমিটিও ঘোষনা করা হয়। কমিটি ঘোষণা করেন জেলা যুবলীগের আহবায়ক ও চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান।