• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিবেদক
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদূরে টেংরামারি নামক স্থানে রেললাইনের ওপর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসআই মাসুদ রানা জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। তার পরনে ছিল ধুসর জিনস প্যান্ট ও গায়ে ছিল পাঞ্জাবি। পাঞ্জাবির কয়েক স্থানে ছেঁড়া ছিল। এলাকার কোনো মানুষ তার পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category