• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল হরিণাকুণ্ডুতে মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মেহেরপুর সমাজসেবার সেই সহকারি পরিচালক ফজলে রাব্বি বদলি দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশী আটক মেহেরপুরে আইবিডাব্লিউএফ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ১২৩ ফুট উঁচু থেকে নামিয়ে ভাঙ্গা হলো শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুর বাঘায় ইয়ূথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন
চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

স্বৈরাচার হাসিনার প্রহসন মামলায় বিনা বিচারে ১৬ বছর আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে এবং চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার-পরিজন ও সন্তানরা অংশ নিয়ে তাদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান।

সাবেক বিজিবি সিপাহী প্রধান সমন্বয়ক গিয়াস উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক বিডিয়ার সদস্য হাবিবুর রহমান, নাহিদ, বিল্লাহ হোসেনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের বর্বরোচিত এই নারকীয় হত্যাকান্ড দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতী “র” বাহিনী দ্বারা এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়। তার প্রতিদানে পিলখানাসহ সকল ইউনিট সমূহে অবৈধ আদালত স্থাপন করে এবং সেই আদালতে ছিলোনা আমাদের বাক স্বাধীনতা, কোন আইনজীবি নিয়োগ দেওয়া নিষেধ ছিলো। এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তি দাতা, যা পৃথিবীর কোন দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। যার পরিপ্রেক্ষিতে ১৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবনযাপন করছেন।

তারা আরও বলেন, পিলখানার ঘটনার পুনঃতদন্ত করে সঠিক বিচার করতে হবে। সেই সঙ্গে যেসব নিরপরাধ জওয়ানরা চাকরি হারিয়েছে তাদের পুনর্বহাল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category