মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে বিএনপি নেতা জাফর আকবর সভাপতি ও সাহাব উদ্দীনকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত অনুমোদনপত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত ১৮ সেপ্টেম্বর এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এডহক কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, এ কমিটি অনুমোদনের তারিখ থেকে ৬ মাস পর্যন্ত মেয়াদ থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।
জানা গেছে, এডহক কমিটির আকার হবে ৫ সদস্য বিশিষ্ট। আইন ও বিধি অনুযায়ী সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য নিয়োগ দিয়ে থাকেন ভাইস চ্যান্সেলর। বাকি তিন জনের মধ্যে অধ্যক্ষ পদাধিকার বলে সদস্য সচিব। প্রতিষ্ঠাতা একজন। প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৌষিদের মধ্য দিকে একজনকে সদস্য হিসেবে সভাপতি মনোনীত করতে পারবেন। এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে একজন থাকবেন। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্য থেকে একজনকে সদস্য নির্বাচিত করতে হবে।
এদিকে বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য করে কমিটি অনুমোদনের বিষয়ে স্বাগত জানিয়েছেন পৌর যুবদল নেতৃবৃন্দ। গাংনী পৌর যুবদলের পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক ও কাজলসহ যুবদল ও বিএনপির নেতাকমীর্ রোববার দুপুরে কলেজে গিয়ে এ বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা করেছেন। সুষ্ঠু সুন্দরভাবে কলেজ পরিচালনার জন্য এই এডহক কমিটির সাথে মিলেমিশে কাজ করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন তারা। একই সাথে তারা মহিলা কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ অনুকূলে রাখার জন্য সকলের প্রতি সহযোগিতার আহবান জানান।