মেহেরপুরের গাংনী পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর হলরুমে আয়োজিত শহর ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় মাস্টার প্লান প্রণয়নের লক্ষ্যে মতামত প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দীর্ঘমেয়াদী একটি কার্যকরী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে আধুনিক বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে তৈরি হচ্ছে এই মাস্টার প্ল্যান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুম্মন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা।