মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সকাল ৯ টার দিকে গাংনী থানা পুলিশ তার বাড়ির পাশের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে।
আসাদুজ্জামান বাবলু গাংনী শহরের চৌগাছার বাসিন্দা। তিনি সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কয়েক মাস আগে নাশকতার একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।