মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল নিজ বাসভবনে তাৎক্ষনিক প্রেস ব্রিফিং করেন। সাংবাদ সম্মেলনের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিতের কারন নিশ্চিত করেন।
এবিষয়ে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানান মোখলেছুর রহমান, গাংনীতে উপজেলা আওয়ামীলীগ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। একই সময় গাংনী উপজেলা বিএনপি তাদের দলীয় ও কেন্দ্রীয়ভাবে ঘোষিত দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কর্মসুচী দেয়। একই সময়ে দুটি দলের অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয় ও আইনশৃংখলার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা আওয়ামীলীগ তাদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে সরে আসে। পরবর্তীতে বিক্ষোভ সমাবেশের নতুন করে সময় নির্ধারন করে জানানো হবে।
এসময় উপজেলা পরিষদের ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক আবুল বাশার, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, সাহারবাটি ইউপি সদস্য আব্বাস আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।