মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আফিরুল ইসলাম সভাপতি ও রাজু আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণে নির্ধারিত দিন মঙ্গলবার জোড়পুকুরিয়া বাজার প্রাঙ্গণে ফলাফল ঘোষণা কর হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের বিজয়ী হিসেবে নাম ঘোষণা করেন জোড়পুকুরিয়া বাজার কমিটি নির্বাচন ২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার সামসুল কামাল ঝন্টু।
জোড়পুকুরিয়া বাজার কমিটির ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের অন্যান্য পদের বিজয়ীরা হলেন- সহ সভাপতি নুরুল ইসলাম নুহু, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সুফিয়ান, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম এবং নির্বাহী সদস্য ফারুক হোসেন, হাবিবুর, আবুল হাসেম ও আমিরুল ইসলাম।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সামসুল কামাল ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান। প্রভাষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাজার কমিটির সাবেক সভাপতি শফিউল ইসলাম, প্রভাষক বাবুল আক্তার, ইউপি সদস্য সাহাব উদ্দীন, সাবেক সদস্য আব্দুল হান্নান।
এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র হিসেবে বিবেচিত জোড়পুকুরিয়া বাজারের সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন নব নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা। অনুষ্ঠানে ফুল দিয়ে নতুন নেতৃত্ব বরণ করা হয়।