• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন

গাংনীর জুগিন্দা গ্রামের জাকির আর নেই

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীর জুগিন্দা গ্রামের জাকির আর নেই
গাংনীর জুগিন্দা গ্রামের জাকির আর নেই

গাংনীর জুগিন্দা গ্রামের এক সময়ের জনপ্রিয় মেম্বর জাফর আলীর মেজো ছেলে জাকির হোসেন (৩৫) আর নেই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

জানা গেছে, ২০২০ সাল পর্যন্ত ধানখোলা ইউনিয়ন আওয়ামীগ (ক ইউনিট) সভাপতি ও কয়েকবারের নির্বাচিত ইউপি মেম্বর জাফর আলী মৃত্যু বরণ করেন।

তার মৃত্যুর পর মেজো ছেলে জাকির হোসেন পিতার রাজনীতি ও সামাজিক কার্যক্রমের হাল ধরেন। আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি পিতার মেম্বর পদের জন্য দুইবার লড়াই করেও পরাজিত হন তিনি।

পরোপকারী ও মানবিক মানুষ হিসেবে এলাকায় তার পরিচিত ছিল ছোটবেলা থেকেই। এমন একজন মানুষের চলে যাওয়া তাই শোকের ছায়া নেমে এসেছে এলাকার মানুষের মাঝে।

আরও জানা গেছে, প্রয়াত মেম্বর জাফর আলীর তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে জাকির হোসেন মেজো। জাফর আলীর মুত্যুর আগেই তার ছোট মেয়ে মৃত্যু বরণ করেন। এর পরে জাফর আলী ও সর্বশেষ জাকির হোসেনের মৃত্যু।

জাকিরের মৃত্যু শোকে ভেঙ্গে পড়েছেন তার মা, স্ত্রী, ও ভাই-বোনসহ স্বজনরা। দাম্পত্য জীবনে জাকির হোসেনের কোন সন্তান-সন্ততি নেই।

মরদেহ ঢাকা থেকে বাড়ির পথে রয়েছে। আজ বুধবার বাদ আছর জুগিন্দা কেন্দ্রীয় কবরস্থানে তার নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

এদিকে জাকিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category