মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়নের ধলা গ্রামে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রামকৃষ্ণপুর ধলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল হকের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইনসারুল হক ইনসু, কাথুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ মাস্টার। সভায় বক্তব্য রাখে বিএনপির নেতা রুহুল আমিন মাস্টার, মেহেরপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাউছার আলী। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।