নাশকতা ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের অভিযোগে ৬ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার মেহেরপুরের গাংনী থানা পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- উপজেলার সাহারবাটি গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে আসমাউল হুসনা(২৫), জালসুকা গ্রামের গোলজেন হোসেনের ছেলে ইসরাইল হোসেন (৪০), গোলাম রসুলের ছেলে শহিদুল ইসলাম(৩৩) ও মৃত তারা চাঁদের ছেলে সামশুল হুদা (৫০), গাংনী ঈদগাহ পাড়ার নবিছদ্দীনের ছেলে মানিক রসুল (৩০) ও বড়বামন্দীর সৈয়দ আলীর ছেলে হাফিজুর(৫০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি(তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, এরা কয়েকদিন যাবৎ সরকার বিরোধী আন্দোলনে জালাও পোড়াও ও নাশকতামূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। গোপন তদন্তে এদেরকে চিহ্নত করে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।