মেহেরপুরের গাংনীতে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সোনালী ব্যাংকের বিপরীতে একটি ভবনের নীচ তলায় এটিএম বুথের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
সোনালী ব্যাংক গাংনী শাখার ব্যবস্থাপক বজলুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার নাজমুল হক, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম ও গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম লালু।
এখানে ২৪ ঘন্টায় বাংলাদেশের সকল ব্যাংকের এটিএম কার্ড এক্সেস করা যাবে।