আক্তার হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আজ রবিবার দুপুরে র্যাব ১২ এর একটি টীম আক্তার হোসেনের নিজ বাড়ি মেহেরপুরের গাংনীর হোগলবাড়িয়া গ্রাম থেকে আটক করে।
এসময় জব্দ করা হয় ১২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৯৬ হাজার টাকা।
আক্তার হোসেন হোগলবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস হোসেন জানান, আক্তার হোসেন নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ও মাদক বিক্রয়ের ৯৬ হাজার টাকা জব্দ করা হয়।
তাকে গাংনী থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।