মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন আলী (৩৫) কে পিটিয়ে আহত করা হয়েছে।
আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার বেতবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত সুজন আলী ওই গ্রামের ঘাটপাড়ার আব্দুর সালামের ছেলে।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করায় আওয়ামীলীগ কর্মী একই গ্রামের নজির বাঙালের ছেলে কামরুল ও রহিম মোল্লার ছেলে রিপন তাকে পিটিয়েছে বলে দাবী করেছেন সুজন।
আহত সুজন আলী জানান, গত বৃহস্পতিবার (০১-সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করায় ফুসে ওঠেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী।
বেতবাড়িয়া বাজার থেকে বাড়ি আসার সময় তারা গালমন্দ করলে প্রতিবাদ করেন সুজন। এসময় কমরুল ও মিলন তাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা সুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
কাজিপুর ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা জানান, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামকে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছিলেন সুজন আলী। এজন্যই তাকে পিটিয়ে আহত করা হয়েছে বলে স্থানীয়দের মুখে শুনতে পেয়েছি।
স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান জানান, কোন মারামারির ঘটনা ঘটেনি এমনি বকাঝকা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি আমার জানা নেই, তবে ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।