জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি আলোচনা সভা ও পোনা অবমুক্ত করণ করেছে গাংনী উপজেলা মৎস্য অধিদপ্তর।
আজ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
পরে স্থানীয় সরকারী পুকুরে পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি সাহিদুজ্জামান খোকন।
গাংনী উপজেলা মৎস্য অফিসার সহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাজমুল আলম।
আলোচনা সভায় সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
পরে নোনার বিল মৎস্য প্রকল্পের পরিচালক জাকিরুল ইসলাম জাকিরকে সফল মৎস্য চাষি হিসেবে পুরস্কার প্রদান করেন। পুরস্কারটি জাকিরের হাতে তুলে দেন এমপি সাহিদুজ্জামান খোকন