গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে গাংনী উত্তর পাড়ার আখ সেন্টার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যাক্তি হলেন মেহেরপুর শহরের বোস পাড়ার মৃত তাছির উদ্দিন বিশ্বাসের ছেলে সাবান বিশ্বাস (৫৮)।
স্থানীয়রা সুত্রে জানা গেছে, আহত সাবান বিশ্বাস গাংনী থেকে মেহেরপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন পথিমধ্যে গাংনী-কুষ্টিয়া সড়কের আখ সেন্টার নামক স্থানে পৌঁছালে রাস্তা পার হওয়ার জন্য দাড়িয়ে থাকা এক নারীর সাথে সজোরে ধাক্কা লাগে এবং মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা মোটরসাইকেল চালক সাবান বিশ্বাসকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।