মেহেরপুরের গাংনী হাটে বাজাররত একজনের মোটরসাইকেল চুরির সময়ে হাতেনাতে চোরকে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক মানিক হোসেন (৩৮) মানিক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের মজনু হোসেনের ছেলে।
মঙ্গলবার (২২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটক চোরকে গণধোলায় শেষে পুলিশে সোপর্দ করা হয়।
বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন জানান, গাংনী শিশিরপাড়া গ্রামের আশরাফুল ইসলাম তার নিজ নামীয় মেহেরপুর-হ-১১- ৫১৫৯ নাম্বার প্লেটের স্পীলিন্ডার মোটরসাইকেলটি গাংনী হাটের হাসিনা মেডিকেলের সামনে রেখে বাজার করছিল।
এসময় তার মোটরসাইকেলটি মানিক তার চুরির কাজে ব্যবহৃত মাস্টার চাবি দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে গাড়ির মালিকসহ স্থানীয় জনতা গণধোলাই দেয়। অবস্থা বেগতিক দেখে আমি পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করি।
মোটরসাইকেল মালিক আশরাফুল ইসলাম বলেন আমি গাড়ি রেখে বাজারে আলু ক্রয় করতে যাচ্ছি এসময় দেখি একজন এলোমেলো ভাবে আমার গাড়িতে বসছে এক পর্যায়ে একটি চাবি দিয়ে গাড়ি অন করে স্টার্ট দিতে যাচ্ছে। এসময় আমিসহ স্থানীয়রা তাকে ধরলে সে নিজের গাড়ী দাবি করেন। এ সময় জনতার গনপিটুনিতে স্বীকার করে চুরির কথা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেল চোর সন্দেহে বাজারের লোকজন একজনকে পুলিশে সোপর্দ করেছে। মোটরসাইকেল মালিক আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দিলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।