• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মেহেরপুরে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগে দুইজন আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন গাংনীর আ.লীগ নেতাকর্মী মেহেরপুরে অবৈধ প্রসাধনী বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ঈদের বাজারে পাকিস্তানির চাপে কোনঠাসা হয়ে পড়েছে ভারতীয় পোষাক মেহেরপুরে আনসার সদস্যসের শাবলের আঘাতে আহত কৃষক মেহেরপুরে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক দম্পত্তি আটক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ এক নারী আটক গাংনীর সাহারবাটিতে ভিজিএফের চাল বিতরণ শুরু

গাংনীতে ভোট বিপ্লব উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
গাংনীতে ভোট বিপ্লব উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
গাংনীতে ভোট বিপ্লব উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে ১ অক্টোবর ভোট বিপ্লব উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা শাখা আয়োজিত সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সুলেভী আলভীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হকা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল বারী মোতালেব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, বেসরকারী বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সম্পাদক নাইমুর রহমান নাঈম, ছাত্রদল গাংনী ডিগ্রী কলেজ শাখার সভাপতি জুনায়েদ আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বাবলু বলেন, ২০০১ সালে বিএনপি ভোট বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছিল। পরবর্তীতে আওয়ামী লীগ ভোট ব্যবস্থা সম্পুর্ণ ভাবে শেষ করে দিয়েছে। এই ভোট ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। আওয়ামী লীগ সে সময় বিএনপির নেতাকর্মীদের হত্যা ও মামলা দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এ দেশের ছাত্র জনতা বিএনপিসহ সকল দলের অংশগ্রহনে আওয়ামী লীগকে পদত্যাগে বাধ্য করে।

দেশের ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজারসহ সকল সেক্টরে লুটপাট করে দেশকে অর্থশুন্য করে দেশ থেকে পালিয়ে গেছে। ব্যাংকিং সেক্টরে কোন টাকা নাই লুটপাট করায় আওয়ামী লীগের প্রধান কাজ। দেশকে সম্পুর্ণ রুপে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন আপনারা ধৈয্য ধরে সকল অপশক্তিকে পরাজিত করবেন। দলের ও দলের নেতাকমীদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category