মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ দোকান স্থাপন এবং ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে সমাবেশে অংশগ্রহণ করে প্রতিবাদ জানায়।
বক্তব্য রাখেন গাংনী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, মসজিদ কমিটির সভাপতি হাজী মহসিন আলী। বক্তারা হামলায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন প্রতিবাদ সভায়।
প্রসঙ্গত, গাংনী বাসস্ট্যান্ডে অস্থায়ী একটি দোকান বসানো কেন্দ্র করে সোমবার রাতে ফল ব্যবসায়ী আব্দুল আলিমের উপরে হামলা করে কিছু উশৃংখল যুবক।