মেহেরপুর গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, বিজয় র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্প মাল্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, গাংনী সহকারী কমিশনার (ভূমি) নাদির হাসান শামীম, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।