• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল হরিণাকুণ্ডুতে মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মেহেরপুর সমাজসেবার সেই সহকারি পরিচালক ফজলে রাব্বি বদলি দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশী আটক মেহেরপুরে আইবিডাব্লিউএফ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ১২৩ ফুট উঁচু থেকে নামিয়ে ভাঙ্গা হলো শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুর বাঘায় ইয়ূথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গাংনীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
গাংনীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
গাংনীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় রাষ্ট্র মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাংনী পৌর শহরের চৌগাছা ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাংনী পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইনসারুল হক ইন্সু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা।

এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা বাংলাদেশের উন্নয়নসহ সকল শ্রেণী পেশার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বক্তারা আরো বলেন, স্বৈরাচার ও ফ্যাসিট হাসিনা তাঁর ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সংবিধানে অনেক অগণতান্ত্রিক ধারা যুক্ত করেছিলেন। বিএনপি সেই সব অগণতান্ত্রিক ধারা সংবিধান থেকে বাতিল করবে। এবং জনগণের ক্ষমতা জনগণের সরকারের কাছে ফিরিয়ে দেওয়াসহ গণভোটাধিকার প্রতিষ্ঠায় সব ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় বক্তারা আরো বলেন, শহিদ জিয়ার আদর্শে গড়া গরীব দুঃখী মেহনতি মানুষের দল বিএনপি, এই বিএনপিকে কুলুষিত করার জন্য কিছু অনুপ্রবেশকারী দলে প্রবেশ করার চেষ্টা করছে। সে সকল অনুপ্রবেশকারীদের কঠোরভাবে দমন করার জন্য বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।

কর্মীসভায় ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠুন আহাম্মেদের সঞ্চালনায় বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ, মহিবুল ইসলাম, কলিম উদ্দিন, আশরাফুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category