• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

গাংনীতে প্রয়াত রমজান আলীর শোকসভা অনুষ্ঠিত

বির্বতন প্রতিবেদক
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

মেহেরপুরের গাংনীতে প্রয়াত অ্যাডভোকেট রমজান আলী স্বরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাংনী মহিলা ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
সুরঙ্গন সাংস্কৃতিক একাডেমির আয়োজনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুরাদ হোসেন, গাংনী প্রি-ক্যাডেট হাই স্কুলের অধ্যক্ষ জালাল আহম্মেদ, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর বিসিকের  সুরঙ্গন সাংস্কৃতিক একাডেমির পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল, আব্দুল ওয়াদুদ, আব্দুল বারী, সাংবাদিক তৌহিদ উদ দৌলা রেজা, সাংবাদিক রফিকুল আলম বকুল, প্রিক্যাডেট স্কুলের সাবেক শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক আক্তারুজ্জামান, এনামুল হক  সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক সভায় বক্তব্য রাখেন।
গত ১- লা সেপ্টেম্বর গাংনীর সকল শ্রেণি-পেশার  মানুষের কাছে প্রিয় মানুষ অ্যাডভোকেট রমজান আলী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শোকসভায় বক্তারা অ্যাডভোকেট রমজান আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। সবাই অ্যাডভোকেট রমজান আলী কে একজন দক্ষ সংগঠক,ভাল মানুষ হিসেবে উল্লেখ করে বক্তারা গাংনীর প্রি ক্যাডেট স্কুল তৈরিতে তার অবদানের কথা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category