গাংনীতে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচীর উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা। এ ছাড়াও অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০০০ জন চাষির প্রত্যেককে ৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়। উন্নত জাত ও কলাই চাষ বৃদ্ধির লক্ষে এ প্রনোদনা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন কৃষি অফিস।