চলন্ত পাখি ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এলজিইডির এক নারী শ্রমিকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে গাংনীর সাহেবনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নাজমা খাতুন (২৬) নামের ওই নারী শ্রমিক তেতুঁলবাড়িয়া দায়েরপাড়া গ্রামের আশমত আলীর মেয়ে।
তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস জানান, নাজমা খাতুনসহ কয়েকজন নারী শ্রমিক রাস্তার কাজের জন্য সাহেবনগরে আসছিলেন। ঘটনার সময় নাজমার ওড়না পাখিভ্যানের চাকায় পেচিয়ে যায়। এসময় তার শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি বিষয়টি শুনেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।