• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সংবিধান মেনে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: হানিফ ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ নেতাসহ আহত ৪ স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি-যাদের নলও নাই গুলিও নাই: ফরহাদ হোসেন চুয়াডাঙ্গায় জাকের পার্টির আব্দুল লতিফ খানের মনোনয়নপত্র জমা কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের শোডাউন গাংনীতে অবরোধের পক্ষে জাসাসের বিক্ষোভ মিছিল মেহেপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সাগরকে বরণ কুষ্টিয়ায় নৌকার বিপক্ষে লড়বেন সাবেক দুই এমপি ও হানিফের আসনে মেয়র পুত্র তনু সারাদেশে নির্বাচনের উৎসবমুখর আমেজ তৈরী হয়েছে: হানিফ

গাংনীতে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রেজাউলের সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
গাংনীতে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রেজাউলের সংবাদ সম্মেলন
গাংনীতে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রেজাউলের সংবাদ সম্মেলন

মেহেরপুরের গাংনীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বিকালে গাংনী কুষ্টিয়া মহাসড়কের মালসাদহ গ্রামের নিজ কার্যালয়ে তিনি এ মতবিনিময় সভা করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন তিনি যদি আওয়ামীলীগের মনোনয়ন পান এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারেন তবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় রুপান্তর, বামুন্দীতে ৫০ শয্যার হাসপাতাল স্থাপন, কারিগরি শিক্ষা ব্যবস্থা বৃদ্ধি, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। স্মার্ট উপজেলা গড়তে মাস্টার প্লান তৈরি, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা হবে। আরো বলেন স্কুলের মাঠসমুহকে কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে গ্রামের সববয়সী মানুষের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হবে, তিনি আমার গ্রাম, আমার শহর বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করা হবে। গাংনী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ৯টি ইউনিয়ন পরিষদ ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ঘাট, বাসস্ট্যান্ড, সরকারী প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হবে। গাংনী বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপনের মাধ্যমে বঙ্গবন্ধু চত্বর নির্মান করা হবে। গাংনী কেন্দ্রীয় শহীদ মিনারের আধুনিকায়নসহ গাংনী পৌর এলাকা এবং বামুন্দী বাজারে পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। আইনশৃঙ্খলার সুবিধার্থে সিসি ক্যামেরায় আওতায় আনা হবে। খলিসাকুন্ডী থেকে গাড়াডোব পর্যন্ত প্রধান সড়কটি উন্নত লাইটিং করা হবে। মেধা আমার চাকুরী আমার এই শ্লোগানে গাংনী উপজেলার সকল শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোনিবেশ করতে হবে। এসময় আব্দুর রশিদ, আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাংবাদিক মাজেদুল হক মানিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category