তিনটি ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোন ও নগদ একহাজার ৪০০ টাকা। র্যাব-৬ ঝিনাইদহের একটি টীম তাদেরকে মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনীর কুঠি ভাটপাড়া থেকে আটক করা হয়।
এরা হচ্ছে- গাংনীর কোদাইলকাটি গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আব্দুল আলিম স্বপন(৩৫) ও কুঠি ভাটপাড়ার সাকেম মন্ডলের ছেলে ছিফাত মন্ডল(৫৫)। বুধবার (২৪ আগস্ট) বিকেলে এদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা রুজু সাপেক্ষে হস্তান্তর করা হয়।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি নুরুল আমিন জানান, নাশকতা মূলক কর্মকান্ডের জন্য বিষ্ফোরকসহ কয়েকজন ব্যাক্তি অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে কুঠি ভাটপাড়ায় অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের কাছ থেকে একটি ব্যাগে তিনটি ককটেল পাওয়া গেলে তাদেরকে আটক করে ঝিনাইদহ ক্যাম্পে নেয়া হয়। পরে আজ বুধবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়।
গাংনী থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদেরকে মেহেরপুর আদালতে হস্তান্তরের প্রস্তুতি চলছে।