মেহেরপুরের গাংনীতে “তরুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, নাহিদসহ অনেকেই।
নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চাই এই লক্ষ্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের ১০ গ্রুপে বিভক্ত করে ১০ টি বিষয়ের উপর তাদের পরিকল্পনা তুলে ধরেন।