ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৭ নভেম্বর) বিকেলে গাংনী বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণ-সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আউয়াল, ইনসারুল হক ইন্সু, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, রাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সহ সভাপতি আব্দাল হক, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদুল ইসলাম, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ। গণ-সমাবেশে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।