জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকালে এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জন্ম মৃত্যুর নিবন্ধনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য রাখেন এবং নানা জটিলতা নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা করেন।