“বিনিয়োগের অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” স্লোগানে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী শুরু হয়ে সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষানার্থীরা উপস্থিত ছিলেন।